মৃত্যু ফুটায় আইরিস সত্যেরও আগে ৷
নুয়ে পড়ে কলমীলতা ৷
প্রকম্পিত আসমান!
যপে ঈশ্বর তব পানের পেয়ালা
কুমারীরও হাতে ৷
পিদিম জলে, পিদিম নিভে ৷
দ্বিধা খুঁজে শিবের চোখ হন্যে হয়ে
একশনয়তম রুদ্রাক্ষে ৷
চৈতন্য ফিরে রাতের
ত্রিরত্মে উদ্ভাসিত আত্মসত্যায়নে ৷
সম্প্রদান প্রতিজ্ঞা সাক্ষ্য দেয়
প্রশ্নের কাঠগড়ায় ৷
ঝাঁপ দেয় আলোরও আলোতে
আঁধারের পাপীষ্ঠ কীট ৷
শ্বেতপদ্ম দেখায় যখন মুক্তির পথ
বিশ্বাসেরও শেষে ৷
হিসাব হারায় আয়ু যোজন-বিয়োজনের ৷
বহে ধ্বনিত অনুরণে-অনুরণে
নির্মোহ প্রশান্তি ৷
আমারি পাপে বুলিয়েছ হাত ৷
নরকের আগুন হারিয়েছে তাপ ৷
অবিশ্বাসের বিষে নীলকন্ঠ হলে বিভু!
রেখেছ স্বর্গদ্বার খোলা অবিরত তবু ৷
সীমারও মাজের হে অমিত আভা,
তোমারি তরে সপিলাম তবে
তিনটি বেলপাতা ৷