হায়রে পূর্ণিমা!
গেল অমাবস্যা দুঃখী!
রাত্রি তিমিরে চেয়ে দেখ
ঐ হেলালের হাসি ৷
সফেদ কার্নেসন ফুটিছে
মৃত মাটিতে;
কাঁদিছে মাতা কুমারী
নাড়ী ছেঁড়ারও বিয়োগে!
বুকে বিঁধেছে খঞ্জর,
অজান্তেই প্রিয়তম;
খুনেরও কনায়-কনায় তব
যপ শুধু ক্ষম-ক্ষম!
তিরোহিত সুখেরা সব
অর্কার সাথে সিলের খেলায়!
স্মৃতিরও আরশিতে দেখি
প্রসারিত দুটি হাত অকৃত্রিম মায়ায় ৷
বিনি সুতোয় গেঁথেছে আনন্দমাল্য,
কষ্টগুলো সব ঝরা বকুল ৷
রুক্ষ্ণ শীতে ভাঙায় সুপ্তি,
হরিদ্রা টিউলিপ ভালবাসায় আকুল!
রহিবে রক্ত গোলাপ চীর অমলিন,
রোজনামোচায় জমুক না ধুলি ৷
তোমারি চরণও তলে ডাকিছে যে মোর
গুলবাগেরও সবুজ পাখি ৷