উপড়ায় পুরোহিত  প্রেতেরও অগ্নিচোখ
        পাপ মোচনেরও নামে !
উগরায়   যন্ত্রনা   শুধু  ভবঘুরে   বিহঙ্গ
           বিরূপ এই বসন্তে ৷
সেঁটে  থাকে  কড়াপড়া  হাতেরও টেক্কা
      জাদুঘরেরও কাঁচের ফ্রেমে ৷
বিপ্লবে  আঁকে  হিপ্পি  সূর্যমুখীরও  উল্কি
         আবেগ ফাঁপা সময়ে ৷
গলা  টিপে  মারে  বনচারীরও বাঁশনৃত্য
      স্বৈরাচার ধ্রুপদী আক্রোশে !
মহাবয়ানের   ইজারা  নিয়েছে  নীলরক্ত
         হীরক রাজারও দেশে ৷
লেখে অসভ্যেরও  ব্যথা সব্যসাচী কলম
          পাঠকেরও    স্বাদে ৷
পড়ে থাকে অচ্ছুত স্বর আলকাতরা হয়ে
      পাতিত সভ্যতারও তলানিতে ৷
খুঁজে যায়  শূণ্যতা  ব্যাকরণ  ছাড়া কথা
        প্রান্তেরও মলিন ঘুপচিতে ৷
ফাটল ধরায় তব  ভাঁড়েরও ক্যারিকেচার
       নীরবতারও নীরেট প্রাচীরে !
গোলাপী বিনোদন  করুণা   দেখায়  শুধু
       গ্ল্যাডিয়েটরেরও শেষকৃত্যে !
ছুড়ে    ফেলে    বিড়ি    মজারও    রুচি
        ক্ষণিকেরও সুখটান শেষে ৷