আমার বাসের হাতলে থাকে মিতালি ,
আমার  স্যান্ডেল ছেড়া ,সেথায় দেয়া জোড়াতালি  ,
এই ব্যস্ত  নগরী তে আমি ভবঘুরে নভোচারী ,
শেষ বিকেলে আকাশের পাখিরা আমাকে দেখে দেয়  হাততালি |


  ল্যাম্পপোস্ট আমার নিঃসঙ্গ সঙ্গী ,
আধ খাওয়া সিগারেট বুক পকেটে রেখে দেখি স্বপ্ন,
সেই স্বপ্নও আজ বন্দী |
পার্কের বেঞ্চটা  আজকে লাগছে খালি ,
এই দেয়াল গুলো  আসছে চেপে ,
দীর্ঘশ্বাস গুলো চাপা থাকে থাকে চায়ের  কাপে |
কারণ অজান্তেই আমি হয়েছি বোহেমিয়ান !
                    ...