এখানে মৃত গন্ধের লাশ সর্বত্র ,
এই গন্ধ প্রতিবেশী পাচ্ছে না , সমাজ পাচ্ছে না , রাষ্ট্র পাচ্ছে না ।
তবে আমি পাচ্ছি !
সবাইকে মেরে ফেলেছো ' ধিক্কার,তিরস্কার,খারাপ কথা ' নামক গ্রেনেড দিয়ে ।


প্রত্যক্ষ  হয়েছি আমাদের মতো লাশের যাদের বুক থেকে আকাশের রেডিয়াস পর্যন্ত ছিল স্বপ্ন ,
প্রতিনিয়ত দেখেছি গ্রেনেড ছুড়ে ক্ষত বিক্ষত করেছো ,
তোমরা মেরে ফেলেছো ;
   তোমরা মেরে ফেলেছো প্রতিটি চারা  গাছ ,
ভেঙে গুঁড়িয়ে দিয়েছো হৃদয় পর্বত ।
তোমরা কি খুনি নও ?
তোমরা স্বপ্নভুক হায়েনা নও ?


আমরাতো চীনের মহাপ্রাচীর নই ,
আমরা মানুষ ।।
গ্রেনেড ফাটাতে ফাটাতে এমন অবস্থা করেছো ''
    আমার দেহের কাছে হিরোশিমা , নাগাসাকি কিছুই নয় !


অ্যাটম বোমা "রাজনীতির কথা" বোঝে  "মানুষ" বোঝেনা !


আর কত মৃত গন্ধের লাশ তথা " মানুষ " বিশ্ব ময়দানের ছোট্ট কুঠুরিতে দেখবে 'ফাঁসির মঞ্চ ' ?