পিচ রাস্তার উলঙ্গ বুকে কে দাঁড়িয়ে ?
মানুষ না মানসিকতা ?
পড়ে থাকা ছেঁড়া কাগজের
অব্যক্ত কবিতায় সব গুলিয়ে ফেলি।
উপরে ওঠার তাগিদে বল,
আর বল সবার আগে ছুটে গিয়ে লক্ষ্যে পৌছানো;
কিছু নাম, কিছু যশ আর কিছু ট্যাগলাইন।
হার মানবে না কিছুতেই
বেঁচে থাকার জন্যে, বাঁচার লড়াইয়ে।
হোক না গলা টিপে, পা টেনে,
কিংবা পিছনে ধাক্কা মেরে;
দাঁড়াতে তো হবেই।


বুড়ো চশমার ঝাপসা আলোয় আমি বোঝার চেষ্টা করি,
বেটা দাড়ালো টা কে ?
মানুষ না মানসিকতা ?