আজো ওরা বুক ফুলিয়ে,
জয়ের চিহ্নে দাঁত কেলিয়ে,
তোমার বুকের জমিনটাতে,
আঁচড় দিতে চায়।
শকুন যেমন আকাশ থেকে,
শিকার খুঁজে ধুর্ত চোখে,
সুযোগ পেলেই শিকারটাকে,
মুঠোয় পুরে নখের থাবায়।
এসব দেখে ক্ষোভের আগুন,
অনেক হয়েছে জমা,
আজ নাই কোন ক্ষমা।
এসো আরেকবার আজ সবাই মিলে
ধরে ধরে একেকটারে,
আস্ত গিলে খাই।