সাগরের ঠিক পাশ ঘেঁষেই,
মাথা উঁচু করে দাড়িয়ে থাকা
কোন এক পাহাড়ের সমতল চুড়ায় বসে,
তোমার কোলে মাথা রেখে,
দিগন্তে হেলে পড়া সূর্যের হলুদাভ প্রস্থান দেখার জন্য
আমার একটা বিকেল চাই।
তারও আগে আমি তোমাকে চাই।


বিন্দু বিন্দু শিশির কণায় সিক্ত সবুজ ঘাসে
কুয়াশায় মোড়া আবছা আলোর মাঝে
শিশির কণায় পা ভিজিয়ে
তোমার হাতে হাত ধরে
অজানার পথে অনেকটা দূর হেটে যেতে
আমার একটা সকাল চাই।
তারও আগে আমি তোমাকে চাই।


জোনাকজ্বলা কোন এক নির্জন রাতে
আধারের সাথে চাঁদ যখন মিতালি পাতে
নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে এসে
মায়াবী আলোয় তুমি মায়াবীনি
আমার এমন একটা রাত চাই।
তারও আগে আমি তোমাকে চাই।


আমি আমার মতো করে তোমাকে চাই।
আমি অষ্টপ্রহর তোমাকে চাই।