পঞ্চ নন্দন তোমার, তাই
ইচ্ছের যেন কমতি নেই!!
ছোট ইচ্ছে বড় ইচ্ছে - ইচ্ছে গুলো রঙ্গিন ঘুড়ি!
মেঘের ভেলায় ভেসে ভেসে - ছুটে চলে আকাশ ফুড়ি!


তোমার শক্ত আঙ্গুল ধরে - পথ চলতে শেখা!
তোমার কাঁধে সাওয়ার হয়ে - স্বপ্ন যেন দেখা!


তুমি ক্লান্তি হীন, তাই ইচ্ছে গুলো পাখা মেলে!
স্বপ্নগুলো খোলস ভেঙ্গে সত্য হয়ে আসে!


ক্ষান্ত হয়ে এবার না হয় বাড়ি ফিরে এসো!
বাবা তোমায় ভালবাসি, যেমন তুমি বাস!