রাতের আঁধার কেটে ভোরের আলো ফুটবেই,
তবে রাতকে কেন এতো ভয়!
জীবন পুষ্প সজ্জা নয় সেতো জান;
তবে দুঃখ কেন নাহি সয়!
আঁধারের মাঝে লুকিয়ে আলোর প্রতীক্ষা।
দুঃখের মাঝেই করো সুখের সমীক্ষা।


অজানা এ পথ হবে বন্ধুর - ছিল না অজানা,
তবে চমকে কেন থমকে রও!
পিছু ডাকে বাড়িবে শুধুই পিছুটান;
তবু কেন অতীত লইয়া পড়িয়া রও।
পথের মাঝেই পাবে পথের দিশা।
আজ এর মাঝেই আগামীর আশা।


প্রণয়ের মালা সঁপি মানবের গলে;
তবু বিনিদ্র রজনী কাটে অপ্সরা ধ্যানে।
ভাল যদি বাসিবে তারে- সবটুকুই বাস;
দেহ পিঞ্জর নহে; পুজো মন মন্দিরে।
অন্তর চক্ষু মেলো; মিলিবে হুর।
ভালবাসা - সেতো এক বিশাল সমুদ্দুর।