প্রদীপ তলে এত আধার,
পাহাড় চূড়ায় ভূতের ভাগাড়।
অশ্রু গলে প্লাবন বাড়ে,
ফণাধর টা খোলস ছাড়ে।
সারা দেহে ভীষণ ঘা,
চাটুকার টা চাটে পা।
কাঠ পুতলি নেচে যা,
মানচিত্র ছিঁড়ে খা।