মানব জঠরে জন্মেছি তাই,
মনুষত্ব প্রাপ্তি-তাতে হয় নাই।
ষড়রিপু বিরাজমান অন্তরে।
বিবেক হারায় ফুস মন্তরে।
মানুষের পরিচয় রিপুর সংযমনে।


ঈশ্বর খুঁজি মসজিদ মন্দিরে,
মানুষ মরে; পথে প্রান্তরে;
প্রতিহিংসায় কিংবা অনাহারে।
মানুষের তরে মানুষ কজনে!
পদতলে নিষ্পেষিত মানবতা -নির্বাসনে।


সাদা কালোর ফারাক খুঁজি সর্বক্ষনে,
মুখে হাসি সর্বদা, ঘৃণা অন্তরে,
ব্যবধান বাড়ে মানুষে পিশাচে;
দেশ বিভাগে ধর্মের তরে।
মনুষত্ব বাঁচে ভালবাসায়
মানুষের পরিচয় মানবতায়।