নিজের তরে দুঃখ কিনি,
পরের তরে সুখ বিলাই!
আমি সুখের ফেরিওয়ালা,
তুমি, সুখ নেবে কি ভাই?


টাকায় কেনা দামি দুঃখ,
স্বভাব দোষে গড়া দুঃখ,
বুকে জমাট কঠিন দুঃখ,
শুকনো ফুলের পুরোনো দুঃখ,
চার দেয়ালে বন্দী দুঃখ,
সুপ্ত কথার বোবা দুঃখ,
হাসির পিঠে বাসি দুঃখ,
নোনা জলের না-গোনা দুঃখ,
জলে ডোবা সিকির দুঃখ,
সাদা কালো গোপন দুঃখ,


একটা দুঃখ, দুইটা দুঃখ,
তোমার দুঃখ আমার!
আমি আজব ফেরিওয়ালা!
দুঃখ কিনি সবার!


দুঃখ যদি বিশাল নদী!
আমি ছোট্ট তরি।
পারি দিবো খরস্রোতা
সঙ্গে যাবো কি?


নিজের তরে দুঃখ কিনি,
পরের তরে সুখ বিলাই!
আমি সুখের ফেরিওয়ালা,
তুমি, সুখ নেবে কি ভাই?