তোমার হাত আমার হাতের মুঠোয় পুরে হাঁটি,
সেটা তুমি হারিয়ে যাবার ভয়ে নয়!
প্রতি পদ ক্ষেপে তোমার স্পর্শ যেন আমাকে ছুঁয়ে থাকে
সেই অনুভূতির জন্য।


মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে আবছা আলোয়
ঘুমন্ত তোমায় খুঁজি,
তুমি পাশে আছো সেই ভরসার জন্য নয়,
আলো আঁধারির লুকোচুরি খেলায়,
দুই চাঁদে তফাত খুঁজি।


অগোচরে শতবার তোমার চোখে ডুবে থাকি;
সৌন্দর্য খুজার জন্য নয়,
তোমার চোখের অতল গহ্বরে
স্বপ্ন নামক মুক্তা কুড়াই।


তোমাকে দেয়া কষ্টগুলো
তাড়া করে বেড়ায় আমায়, প্রতিনিয়ত।
ক্ষমা চেয়ে নেওয়ার মতো সাহস
জুটা তে পারিনি আজও।
তুমি না হয় উদার হয়ে ক্ষমা করে দিও।