কেমন আছো?
ওকে যা বলছি ক্ষমা করে দাও। তুমি আগের মত আমার সাথে মিলে যাও।
তুমি আজ বাড়ি ফিরে যাও আজ আমি মীট করতে পারবোনা।
প্লীজ তোমার নাম্বারটি খুলে আমাকে ফোন দাও তোমার সাথে কথা আছে।
আম্মু সজাগ তুমি চলে যাও।
তুমি আজ না কিছু দিন পরে আসো প্লীজ।
আমি একটু আপুদের বাসায় যায়তেছি তাই আজ তোমার সাথে মীট করতে পারবোনা।
আমি ফোন দিলে আসবে ওকে।
আমি আসতাছি দরজা খুলার সময় আব্বু আম্মু সজাগ
হলে তুমি চলে যেও এখন তুমি কোথায়।
আমি দুইটার দিকে মীট করতে পারবো। কারণ বাবা মা এখনো সজাগ।
স্যরি ।  রাগ করোনা।
আম্মু পাশে আমি যদি তোমাকে ১২.৩০ মিনিটে কল দেয় তাহলে আসবে। না দিলে আসবে না ওকে।
তোমার টাকা ও ওড়না ছিঁড়লাম কেমন হলো।
কি করো তুমি আসলানা কেনো।
এই মেসেজগুলো  স্মৃতি করে তুমি চলে গেলে আমাদের সম্পর্ক  ছিন্ন ভিন্ন করে আমাকে কাঁদিয়ে ।
মেসেজগুলো আজও সুতা কাঁটা ঘুড়ি হয়ে উড়ে
বেড়ায় ব্যদনার নীল আকাশে। এখনো আমার পা গুলো হাঁটে ভূতরে গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে। এখনো অন্ধ প্রবেয়া বুড়ির ঘরে প্রবেশ করে আমার মন তোমাকে নিয়ে। এখনো জীর্ণ শীর্ণ পুরানো জন বসতহীন ভিটায় সামনে বুরো ক্ষেতে সমান্তরাল মাটির ডেনে বসে গল্প করে যায় মন। এখনো তোমাদের বাড়ির পিছনে খেরের টিবিতে হ্যালান দিয়ে দাঁড়িয়ে  থাকে তনু রাত্রির আকাশে।