বৃদ্ধ বয়সী পিতা-মাতা,
শ্রমের সাথে করছে দিবারত আক্রুষ।
ছেলে মেয়ে আছে তাদের,
নেয়না বৃদ্ধ মা-বাবার খোঁজ।


অতি কষ্টে রোজগার করে,
নিজেরা ভালো না খেয়ে পড়ে।
সন্তান যেন ভালো থাকে,
সঞ্চয় করতে তারা এখনো  বেহুশ।


পিতা মাতা পরম ধন,
বুঝলি নারে অবুঝ মন।
বায়োজিদ বোস্তামি আউলিয়া হন,
এক রাত্র মায়ের সেবা করে।


পিতা মাতার মনে কষ্ট দিলে,
আল্লাহর আরশ কেঁপে উঠে।
সোজা যাইবে জাহান্নামে,
সাফায়েত করবেনা নবী-রাসূলগণ।