তুমি আর কত দুঃখ দিলে তৃপ্তি পাবে
নিদ্রায় শান্তিতে নিশ্বাস নিতে পারিবে
অন্য কোন প্রেমিকের বুকে,
তোমার প্রতিটি শান্তির নিশ্বাস
গভীর রাতে পাগল করে তুলে আমাকে
কখনো করে তুলে মাতাল উম্মাদ!
রাতের আঁধারে কনকনে শীতে
বুকের থেকে পানিগুলো এসে,
বাঁধ ভেঙ্গে দু-চোখে প্রভাবিত হয়
বিছানা ভিজিয়ে যায় লেপ তোষক
তখন আমি উঠে দাঁড়িয়ে পরি।
দিলাশায় দিয়ে জ্বালাই একটি নিকোটিন
সেই নিকোটিনের জলন্ত আগুনের ধোঁয়া যখন
ভিতরে প্রবেশ করে নিঃশ্বাসের সাথে,
ধোঁয়ার আগুনের আঘাতে পানি গুলো
থমকে যায় মূহুর্তের মধ্যেই।
বাড়িতে দেখি রান্না শেষ হলে জলন্ত আগুনে,
পানি ঢেলে আগুনকে নিভিয়ে দেয়,
আর আমি নিকোটিন আগুনের ধোঁয়া
পানিতে ঢেলে দিচ্ছি পানি শুকিয়ে যাচ্ছে।
সব কিছুতেই মিথ্যা অভিনয় মনে হয় আমার
নিকোটিনের আগুনে মানুষের বিনাশ ঘটেনা
বিনাশ ঘটে মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে।