ভ্রাতৃ বড় স্বীয় সুহৃদ রুধির বন্ধন
জন্মদ মাতৃ দু'ভ্রাতৃর  একজন
যদিও ঘড়ের দয়িতা সোদরের সশ্রদ্ধ
পতির সাথে  হিংসা নিন্দা করে অসদ্ভাব।


দু'ভ্রাতৃ ছিলাম এক সুঁই সুতায় গাঁথায়
ভ্রাতৃর ব্যথায় আরেক ভ্রাতৃ দুঃখে কাতরায়
ভ্রাতৃ ভ্রাতৃ মিল ছিলনা সংসারে গরমিল
আকাশের মতো মন ছিল দু'ভ্রাতৃর সীমাহীন।


দয়িতা প্রতিদিন খোঁচায় পৃথক হতে হবে তোমার
তুমি সংসারের কর রুজি, তারা সবাই  মিলে খাই
সংসার মোহে দু'ভ্রাতৃ চাইলাম না অশান্তি
দয়িতা কথায় হলাম আমরা দু' ভ্রাতৃ বিভ্রান্ত ।


মাতৃর কড়া ছিল আদেশ দু-ভ্রাতৃর উপর নির্দেশ
পরের বাড়ির তনয়া তোমরা আনছো খোকা বাড়ি
এক ভ্রাতৃ রাগ করিলে আরেক ভ্রাতৃ করো চুপ
দয়িতার কথা শুনিয়া ভ্রাতৃ ভ্রাতৃ হয়োনা কোপিত ।