গাঁয়ের চরের বুকে সোনা ফলে
দু 'চোখের দর্শনে  হবে ঠাঁই
যে দিকে নয়ন ফিরে সবুজের সমাহার
রবির কিরণে বালি জ্বলে ঝিকঝিক ।


বালির চরে হয় আলুর চাষাবাদ
গাঁয়ে থেকে স্বর্গের  মান্নাত সালাদ
চরের পাশে বয়ে গেছে ঝিল
ঝিলের তীরেই শুভ্র কাশফুলের
উজ্জ্বল আলোর  হাসির ভিড় ।


ঝিলের পানিতে বয়ে বেড়ায় হাঁস
দল বেধে ছুটে তারা রূপের কারুকাজ
শাপলা শালুক ফুল ফুঁটেূ  ঝিলে  
ঝিনুকের ভিতরে মুক্তা আছে ভরে ।


চরেতে জন্ম দুঃখ নাই তাহাতে
যখন হেঁটে যায় চরের মেঠো পথে
প্রকৃতির ষড় ঋতুর বারো মাস
চর সেজেগুজে থাকে অপরূপ সুন্দরী  ।