চলনা সানজু  সীমানার দূরত্ব ঘনিয়ে জুটিয়ে প্রেম করি ।
চলনা সানজু দুইজনে সম্পর্কটা আরেকটু কাছে নিয়ে আসি।
চলনা সানজু দুই হাত কে চার হাতে মুষ্টিবদ্ধ করি।
চলনা সানজু দিবা অহর্নিশি দুইজনে নির্বিধায় কথা বলি।
চলনা সানজু উন্মাদ উন্মোধনায় সৃজনশীলতায় মত্ত থাকি।
চলনা সানজু ট্রেনের কামড়ায় কাঁধে মাথা রেখে গল্প করি।
চলনা  সানজু বৃষ্টি বিলাসি হই। তৃষ্ণায় ঠোঁটে ঠোঁট স্পর্শ করি।
চলনা সানজু চুল গুলো উড়ায় পলাতক আলা ফুৎকার হাওয়ায়।
চলনা সানজু মেলায় হাঁটি দৃষ্টিতে আসি ছেলে গুলো পিছে নেক তারায়।
চলনা সানজু সিদ্ধিতে সিঁদুর তুলে কপাট মারি হৃদের হৃদ্রতায়।
চলনা সানজু সামনে বসে  ছবি দেখি একে অন্যের চোখের কালো পর্দায়।
চলনা সানজু কবিতা লিখি দুইজনে বসে ঐ মিশিয়ে মন মাধুরী।
চলনা সানজু চিরকুটে লিখি ভালোবাসি দুইজন দুজনায়।
চলনা সানজু দুইজনে ঘর বাধি  দুটি মন একত্রে হয়ে প্রিয়নী।