সন্ধ্যা প্রেম
কাইউম-আজাদ

ঘোর তিমিরে তোমার সাথে
বলবো আমি কথা,
সন্ধ্যা হলে'ই পাখি হয়ে
ফিরবো আমি বাসা।

চাঁদ তাঁরা হয়ে উঠবো আমি
আকাশেরী বুকে,
আলো দিব জ্যোৎস্না দিব
টিপ দিব কপালেতে।

উড়ে উড়ে গাইবো গান,
ঝি-ঝি পোকার দলে।
ঝোপের যারে জোনাকি হবো
হাত মুঠো নিব ধরে।

বাদুড় হয়ে ঝুলবো আমি,
পেয়ারা গাছের ডালে।
অন্ধকারে আলো পাবো,
দেখবো দৃষ্টি-নন্দনে।

কুপি হয়ে জ্বলবো আমি
তোমার পড়ার টেবিলেতে।
সলতে পোড়া ফুল হব,
নাকের নোলক দিবে আমাকে।