সিংহাসন সাজাইয়া  বসবেন খোদা
সেদিন নামটি হবে তাহার ওহেদুল কাহার
মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকিবে
মাটি হবে গরমে তামার বরণ
দয়া মায়া থাকবে না তাহার ।

বস্ত্র বিহীন উঠবে সবাই
ঘাম সাগরে হইবে  সাঁতার
মা চিনবে না সন্তান তাহার
স্বামী-স্ত্রীর থাকবেনা পরিচয় ।

পাপ পূন্যর  হিসাব হবে
নেকি বদির ওজন হবে
ইয়া নাফসি ইয়া নাফসি বলে
হা-হা-কার করবে সবাই  ময়দানেতে  ।

তিয়াত্তর   দলে সারি  হবে
এক দল যাবে জান্নাতে
বাহাত্তর  দল জাহান্নামি
দলিলে আছে তাহার প্রমাণ।

কালেমা নামাজ রোজা হজ্জ যাকাত
যাহার দিলে আছে নবীজির মোহাব্বত
নবীজি করিবেন উম্মতের শাফায়াত
হাসর মিজান পুল সিরাত।