রমজান মাস সমাপ্তিতে আজ     শাওয়ালের চাঁদ উঠেছে।
খুশিতে আসমানের বুকে মন       তাক দিনাদিন নাচে।
ছেলে-মেয়ে রাত জেগে,             আলতা মেহেদি পড়ে।
সকালে গোসল সেরে সবাই        নতুন পোষাক পড়ে।


মায়ের হাতের সেমাই পিডা        কত'ই মধুর লাগে।
ছোটরা সালামে সেলামি নেই    বয়ো'জ্যেষ্ঠের দ্বারে।
সে এক আনন্দ দেখলে            চোখ যায়'যে জুড়িয়ে।
হিংসা নিন্দা ভুলে ঈদের         জামায়াত সমাবেদ পড়ে।


কোলাকুলি করমর্দন পিয়ার মহাব্বত  সামাজিক ভাতৃত্বের বন্ধনে।
চারদিকে খুশিতে রমরমা আজ  নিত্য শোভায়  ভাসে ।
রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ       আত্মীয়ের বাড়ি ছুটে।
অতিথি পরায়ন বাঙালি আজ  কত কি'যে রাধে।


যুবকের দল খেলছে মাঠে  আনন্দ উল্লাস ফুর্তিতে।
বুড়োরা আজ দল বেঁধেছে  কদম গাছতলার নিচে।
কাধের গামছা বিছিয়ে দিল  দূর্বা মাটির উপরে।
খেলবে তাঁরা টুয়েন্টি নাইন   চারজনে ডাকাডাকি করে।