শ্রমিকের শ্রমে করছে সাহেব
বাড়ি গাড়ির বড়াই।
আরাম আয়েশ করছে সাহেব,
শ্রমিক ভাগ্যের সুরাই  ।


শ্রমিক সকাল রাত অবধি
নগর বন্দর ছুটে।
মাথার ঘাম পায়ে ফেলে
শ্রমিক মেহনত করে।


শ্রমিকের শ্রমে উঠছে গড়ে
উঁচু দালান কোঠা।
সবকিছুতেই শ্রমিকের শ্রম
লেগে আছে জোড়া।


শ্রমিক আমার আত্মীয় প্রতিবেশী
শ্রমিক আমার ভাই।
শ্রমজীবী মানুষ স্বচ্ছন্দ্য থাকিলে
নিত্য আনন্দ মিলে।