তুমি বসন্তের পড়ন্ত বিকেলে উঠোনে আসবে বলে,
ঘর থেকে দ্বার খুলে,বার বার তাকিয়ে দেখি
উদাস মনে দু'চুখে ঐ উঠোনটাকে।
তুমি যখন আগমন করো উঠানে,
ভেজা কাপড় গুলো শুকাতে প্রিয়তমা।
আমি শান্তি অনুভব করি মনের গহীনে,
শীতল হয়ে যায় আমার মন,
তোমাকে এলো  চুলে দেখে।
বার বার ফটোগ্রাফি করি, মনের ক্যানভাসে
কবি ঠাকুরের গানের কলি যখন আওড়াও ওষ্টতে
সে শিহরণে আনন্দে নৃত্য করে,
তনুর লোমগুলি তোমাকে স্পর্শ না করেও,
চোখ দু'টো ভরে উঠে তৃপ্তিতে আর আহ্লাদে।
উঠানের শিম গাছ আর লাউ গাছে
ধরেছে লাউ ও শিম,ফুলের সাথে ভ্রমর করে খেলা
কি অপরূপ সুন্দর দৃশ্য যায়না কলমে বর্ণনা করা ।
ছোট ছোট ফুলগুলো  আকাশে তাকিয়ে
বার বার প্রকৃতিকে  মিলনের কথা বলে,
প্রকৃতি যেমন সাজিয়েছে বাড়ির উঠানটাকে,
আমিও প্রতিদিন সাজি অনুভূতিগুলোকে নিয়ে স্বপ্ন রঙে।