টহল
কাইউম আজাদ


নিরব নিস্তব্ধ রাত
সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন
আমি ঘুমহীন চোখে
ব্যথা ভরা বুকে
তোমার স্মৃতির পাহাড় টহল করি।


কখনো চোখে আসে ক্লান্তি
আসে ঘুম ভয় হয় আমার
আমি যদি ঘুমিয়ে পরি
চুরি হয়ে যায় যদি স্মৃতিগুলি ।


তাই বুকে খনন করেছি সমুদ্র
আমি যদি ঘুমিয়ে পরি
তুমি স্মৃতির পাহাড় থেকে গড়িয়ে এসে
ঠাঁই পাবে সমুদ্রের বুকে ।


বিশাল গভীর সমুদ্রের বুকে
তুমি শান্তিতে নির্মল  বাতাসে
আর ঢেউয়ের কলতানে
সুখের পসরায় ভিজবে ।