শিমুল বৃক্ষের চারপাশে কাঁটায় ঘেরা
ভিতরে কত নরম আর মসৃণ
শত কাটার আঘাত সহ্য করেও
সে দাঁড়িয়ে আছে বাকরুদ্ধহীন ।


প্রাকৃতিক ঝুঁকি প্রতিহিত করে  
মাথা উঁচু করে ভেঙ্গে মুচরে নিজে
বার বার ক্ষত বিক্ষত হয় তবু্ও
শিমুলের জল ভিতরে থাকে অটল ।


জানিনা সে কেনো এত নির্বোধ বোকা
সবার দুঃখ কষ্টগুলো আড়াল করে
বিছিয়ে দিল স্নেহের মমতার ডাল পালা
সুখ নিতে পারেনা হয়েও শিমুলের তুলা।


শিমুল ফুলের হয়তো এতো গন্দ নেই
ফুলের রঙ আছে পাপড়ি
তবুও জুটে না কেনো তাহার ভাগ্যে
ফুলদানি কোন যুগল কাপলের চুম্বন ।


যুগল কাপলের স্পর্শ আদর পাইনা
শিমুল তুলা বালিশের কভারের কিংবা
চাদরের  আড়ালে ব্যর্থ প্রেমের ক্রন্দনে
শিমুলের তুলা ভিজে ব্যর্থ প্রেমে ।