থাকবো না আর পরাধীন
মাতৃভূমি করবো স্বাধীন।
বীরের জাতি লড়াই করে,
সুম্মোচ্চিত করবো শীর।


মাগো তুমি দোয়া করো
তোমার ছেলে ফিরবে ঘরে।
স্বাধীন পতাকা উড়িয়ে,
বীরের বেশে মুক্তি নিয়ে ।


মাগো আমরা ভয় করিনা
যুদ্ধ করে জীবন দিয়ে।
স্বাধীন করে'ই ফিরবো ঘরে,
পালাতে পারবেনা হায়নার দল।


চিরদিন আকাশে  বাতাসে
উঠবে হেঁসে, মুক্ত বাতাসে।
রক্তের বিনিময়ে অধিকার কেনা,
সবুজের ভিতরে লাল।