ঐ রূপ
কাইউম-আজাদ

কে যেন আমাকে
ঠারে ঠারে ডাকে ইশারায়
সে মধুর সু'ললিত  ডাকে
আমার পরানো ভূলায় ।

ডাক শুনে কাছে গেলে
দূর অজানায় পালায়
নাম ঠিকানা বলে না সে
প্রচ্ছন্ন হয়ে আমাকে কাঁদায়।

সখি তোদের বিশ্বাস নাহেরি
কাকে বলি সে কত রূপসী
তারে দেখলে সখি থাকতো না
মানুষের রূপের এতো বড়াই।

দেখেছি যাকে আপন মূর্তিতে
ঐ রূপ যেন থাকে
আমার সামনে সর্বদায় ।