তাফসীরের কান্না চোখে  
রেগে-মেগে সে আগুন
তারে কিছু বলতে চাইলে
তার কান্না বাড়ে দ্বিগুণ ।


রাগ করে না সোনা বাবজান
তার মা বলছে আদর সোহাগ করে
খাবেনা সে কোন খাবার
অভিমানে মাথা রাখছে নিচু করে ।


তাফসীরের দাদা বলছে আসো দাদু
কিনে দিবো দোকান থেকে মজা
যারা তোমার রাগ তুলেছে
তাদের কঠিন দিবো সাজা ।


দাদার কথা শুনে তাফসীর
অভিমান ভেঙ্গে হাসে
দৌড়ে গিয়ে দাদার কোলে উঠে
দোকান থেকে মজা নিয়ে আসে।


দাদা-নাতি দুইজনে মিলে
আনন্দে খেলায় মেতে উঠে
দাদা হয় ঘোড়া এইবার
নাতি ঘোড়ার উপর চড়ে।