প্রেমে পড়তে চাই  
কাইউম আজাদ


একবার প্রেমে পড়তে চাই
ফ্রেমে বেঁধে রাখতে চাই মনের দেয়ালে।
ভালোবেসে হাত দুটি ধরতে চাই।
চোখে চোখ রাখতে চাই।
জড়িয়ে ধরে বলতে চাই
আমি ভালবাসি তোমাকে'ই  ।
গোলাপ জুঁই চামেলি তুলতে চাই ।
কাশফুল হাতে নিয়ে হাঁটতে চাই,
নদীর কুল বেয়ে ।
জলে সাঁতার কাটতে চাই
তুলতে চাই শাফলা শালুক ডোবার বিলে।
মুখে তুলে দিতে চাই খাবার,
প্রেমের নন্দন ফিল্মি,আর্টে ।
তোমাকে নিয়ে বসতে চাই
কৃষ্ণচূড়ার চত্বরে নতুবা ম্যারা গাছের নিচে ।
তোমার কুলে মাথা রেখে গল্প পড়তে চাই
সমরেশ মজুমদার,জীবনানন্দ দাসের।
মঞ্চে বেসুর স্বরে গাইতে চাই।
তোমার পায়েল নৃত্যের ঝুমঝুম  তালে তালে।
রিক্সায় হুট নামিয়ে ঘুরতে চাই ,
চরের ধুলাবালি রাস্তায় ।
ঈগলু কাঠি হাতে বৃষ্টিতে ভিজতে চাই,
জড়ে পড়া গাছের পাতার নিচে দাঁড়িয়ে ।
তোমার শিরসিজ বেসে আসা গন্ধ সুভাশের সাথে
উড়তে চাই মুক্ত পাখম মেলে।
আমার ভালোবাসার তোমাকে দেওয়া,
ছোট্ট একটা নামে তোমায় ডাকতে চাই ।
প্রেমা, শোভা, নতুবা আদুরী নাম ধরে।