সূর্যের সাতরঙা আলো
মিলেমিশে দূর করে
জগতের যা আছে কালো।


আলো ভাঙা রঙ একা
পাই যদি চোখে দেখা
রামধনু আঁকা বাঁকা।


রঙ দেখো বেগুনী
ক্যাডবেরি প্যাকেজিং,
খুশি যেন কেনা যায়?
মিষ্টিটা রিং ঝিং।


নীল মানে লেখা কালি
নীল মানে স্কুল ড্রেস
শরতের আকাশটা
দেখি মোরা নীলাবেশ।


আকাশী আকাশটাকে
পারি নাকো ধরতে
নীল রং ফিকে হয়ে
গেছে রোগ জ্বরাতে।


সবুজের রং দেখো
গাছেদের পাতাতে
মাঠে  ধান নেচে ওঠে
বাতাসের দোলাতে।


শুভ কিছু হলুদে
হলদে দিয়েই ভরি
হলুদ মানে নতুন বৌয়ের
সূর্যমূখী শাড়ি।


কমলা লেবু দার্জিলিং
কমলা রংয়ের শীত
শীতের দিনে ফুল ফুটবে
জগতের এই রীত।


প্রতিবাদ আর ভালবাসা
লালেই খুঁজে পাই
ধমনী আর শিরায় লাল
বইছে রক্তটাই।।