সূর্য্য বললো ইসস
আমি উঠলাম ভাগ্যিস
তাই রাত্রির হল ভোর,
মানুষ বললো ধুত
তোর যুক্তিটা অদ্ভুত
আমারা ছিলাম বলেই দিলাম
সুর্য্য নামটা তোর।
আকাশ বললো থাক
ওই উটকো তর্ক রাখ
দেখ আমার রঙেই ভোর।
মানুষ বললো বটে
শুধু মিথ্যে কথাই রটে
মানুষ জাগবে তবেই কাটবে
অন্ধকারের ভোর,
সময় বললো না
আমি কিছুই মানছি না
ভোর আমার হাতেই বাঁধা,
মানুষ বললো থাম
তোর এমনিতে বদনাম,
বাতাস বললো সর
তোরা ঝগড়া করেই মর
যত ঝগরুটের দের ভঙ্গি,
মানুষ বললো বেশ
হোক ঝগড়াঝাটির শেষ
আয় বুকের হাপরে সুবাতাস ভরি
ভোর কেই করি সঙ্গী।।