বড় দিনের রোদ
বাতাসটা শিরশিরে
পার্কে কলরব
ভীড়ও নদীর পাড়ে।


বড় দিনের রোদ
বেলুন ওড়ে মাঠে
ওড়া বেলুন ধরতে কেউ
খালি পায়েই ছোটে।


বড় দিনের রোদ
ফসল ভরা ক্ষেতে
চাষীর সকাল দিন কেটে যায়
পৌষের সুখ পেতে।


বড় দিনের রোদ
বাগান ভরা ফুল
কেউ ছিঁড়ে তা খোঁপায় দিল
কেউ বা এলোচুল।


বড়দিনের রোদ
চারিদিকে মেলা
সান্তাক্লজ আনবে কি আর
চমকদারির ঝোলা?


বড়দিনের রোদ
রাত্রি ফুটপাতে
খড় কুটি টা জ্বালিয়ে নিলেই
উষ্ণতা ভোর প্রাতে।


বড় দিনের রোদ
বাতাসটা  শিরশিরে
আনন্দটা নিজের নিজের
বড়দিনের বাহারে।।