তোরা আয় চলে আয়
আয় চলে আয়
পূজো এসেছে
মা এসেছে ,
ড্যাং কুরাকুর - ড্যাং কুরাকুর
সবার মনে হাসি ফুটেছে ।


ও তোর – চোখে কেন জল
নাকি- আনন্দেতে বিহ্বল,
পূজোর আকাশ, পূজোর বাতাস
নাচছে পেয়ে বল ।


গান গাইছে কাশফুলেরা আজ
ভুলে সকল দুখ ,
গুনগুনিয়ে ভ্রমর নাচে
লেগেছে মনে সুখ ।


ওরে - পূজো এসেছে
মা এসেছে ,
মন আজ নেচে নেচে
সবাইকে ভালবেসেছে ।


তুমি কি শোকে আজও কাতর
ছুঁয়ে দ্যাখ পরশ পাথর,
সকল জ্বালা, সকল ব্যথা
মায়ের কাছের একটু আদর ।


ও তুই ঘরের কোণ ছেড়ে
আয় বেরিয়ে আলোর পথে,
যেখানে মা এসেছে ,
ড্যাং কুরাকুর - ড্যাং কুরাকুর
সবার মনে হাসি ফুটেছে ।


তুমি আকাশ পানে চেয়ে
উড়ে বেড়াও
পাখীর ডানা বেয়ে,
ওরে পূজো এসেছে
মা এসেছে ,
চারিদিকে আনন্দে যায় ছেয়ে ।