অবুঝ মন কাঁদে
দিলদরিয়ার তীরে,
তুমি না বোঝালে
তোমাকে কে বুঝিতে পারে ।
তুমি দিয়ে ধন, কর নিধন
এ তোমার কেমন খেলা,
তুমি হীনের কর আরও হীন
আজব তোমার মেলা ।
শুধু দেখি আর দেখি
গেছি আমি হেরে,
অবুঝ মন কাঁদে
দিলদরিয়ার তীরে ।
পুরিতে বিমাতার আশ, নিজে যাও বনবাস
বনতৃণে কর বিছানা,
কাঁদিছে – কোথায় সীতা, হে মায়াবিজেতা
তোমায় কেমনে যাবে চেনা ।
নিরূপায় লক্ষ্মণ  
যায় মৃগের ধারে,
অবুঝ মন কাঁদে
দিলদরিয়ার তীরে ।
নিয়ে পান্ডবপক্ষ, দিলে শুধু দুঃখ
সারথী সেজে রথ চালনা,
একি দৃশ্য – কাঁদিছে ভীষ্ম
কিছুই বোঝা গেল না ।
তুমি রাজা হয়ে
থাকো প্রজা সেজে,
তুমি না বোঝালে
তোমাকে কে বুঝিতে পারে ।
রক্তমাংস পিপাসু, তোমা করিতে চায় নিচু
তোমার খেলাঘর দিয়ে ভাসান,
কাঁদিছে কত শিশু, বোঝে না কিছু
তার ‘পরে বিজয় নিশান।
ভাবনা দিয়েছি ছেড়ে
পড়ে আছি পথের ধারে,
অবুঝ মন কাঁদে
দিলদরিয়ার তীরে ।