নিজের বেরনোর পথ
খোলা রাখিনি,
চক্রব্যূহে অসহায় আর্তনাদ
বেরোতে পারিনি ।


ভেঙে খান খান
হয়ে যায় জীবন,
হৃদয় নিস্তার দেয়নি
ডুবিয়ে দিল প্লাবন ।


কালস্রোতের প্রলেপে
জীবনের গায়ে ক্ষতচিহ্ন,
কুষ্ঠরোগীর মতো
পড়ে আছে অসহায় ।


সমাজ সংসার মিছে সব
হৃদয়ের নিয়তি অনুতাপ,
মরণের সারিতে দাঁড়িয়ে
জীবনের বিচিত্র অনুভব ।