জমিরবাবু আমবাগানে চুপটি করে বসে
এমপির সাথে পোজ দিয়ে গেছে ব্যাটা ফেঁসে
কথা ছিল ছবি ছেপে হবে ডাকসাইটের নেতা
এখন পুলিশ খোঁজে হায় মনে লাগে ব্যাথা
এমন কেন লাল চান ছিল যে বেজায় মাথাধরা
গুলিয়ে যায় দিব্বি আছে সে নেই তার পীড়া
ধান আর পুকুরের মাছ বেঁচে কেন করি সভা
তখন মাইকে কত জনে কেন বলেছিল মারহাবা
বেজায় গরম লুকিয়ে থাকা দায়, চলে বৈশাখ
একদিকে পুলিশ আরেকদিকে গরমে যায় টাক
রাজনীতি সে আর নয় বাবা মনে মনে বাবুর পণ
কান ধরে ঐ রাস্তায় মোটে নয় স্থির তাহার মন
আবার নাকি না করেছে ঐ গ্রামের মিস ছবি
সাফ বলেছে, নতুন ধারার পক্ষে থাকা ওর হবি
সংসারে ভর করেছে ভাবতেই মাথা যায় গুলিয়ে
সামনে পেলে ছুড়ির বাপের নাম দিতেম ভুলিয়ে
আরো মরণ ঐ সামাজিক যোগাযোগ ফেসবুক
পুরানো ছবি ছেড়ে দিয়ে ভাবখানা কাণ্ড মহাসুখ
এর মধ্যে নির্জন ভেদ করে বাজে ফোন রিংটোন
মনে হয় আছাড় মারি বজ্জাত, ওরে ছুড়ি শোন্
চাঁদাবাজি, খুন খারাবি দলবাজি কখনো নেই
রাজনীতির উল্টো সোজা রূপ হারিয়েছে খেই
সারু চাচা বলেছিল কোন কিছু বেশি ভাল নয়
আগের মানুষ বোঝ কম তাকে দিয়েছিনু অভয়
কে জানতো পোলাপান করে ছাড়বে এমন জয়
মনের দুঃখে পুকুরে নামে আহা প্রকৃতির স্নান
রাজনীতি আর কখনো নয়, মন ভাবুক ম্লান
হুট্ করে আর যাবোনা বলছি শোন্ ঘর বাড়ি
এবার জেনো সখির সাথে আমার চির আড়ি
খুব শোন্ পণ করেছি বাঁচতে করি নিজ কর্ম
বুঝে শুনে সাথে সংসার আর স্থির মনে ধর্ম।