শহীদ জিয়া বঙ্গ স্বাধীনতার ঘোষক
ছড়াতে পারে কথার নানা লেপ তোষক
১৯৭১ স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন
মহান তার ইতিহাস, বিরোধিতা বর্জন
বাংলাদেশ নাম বিশ্ব পাতায় হ্যা লেখা
দুর্নীতি ওকে ছুঁতে পারেনি শোন্ ওহে ভাই
রাষ্ট্রনীতিতে ওর মোটে ছিল না খায় খায়
বিজয়ী বীর কে কেউ যুদ্ধ ছাড়া করে খুন
অপকর্মকারী চেঙ্গিস খান বা রাজা হুন
একজন বিরঙ্গনা নারীকে কেন হে বিধবা
সন্তানকে পিতৃহারা করে কিসের সাধু সভা
আমরা আর কবে হব সাধু সমাজ সেবক
এ তো নয় দরিদ্র নারীর মুক্তির বিয়ে ঘটক
যুদ্ধ জয়ী বীর শহীদ জিয়া বঙ্গ বীর সন্তান
হত্যা ৩০মে ধিক্কার, স্মরণ আজি জয়গান
বঙ্গ সভ্যতা ইতিহাস সন্তান কীর্তিতে ভাশ্বৰ
আমাদের আরো সমৃদ্ধি দিন দয়াময় ঈশ্বৰ
আদর্শ ও চেতনায় অনন্য বঙ্গী শহীদ জিয়া
মহান মুক্তিযুদ্ধ রাষ্ট্র পরিচালনায় সু-নেতা
এ জাতির জন্য আবেগ কষ্টের বড় কারণ
সমাজের মানবিক বীর নেতা হত্যা বারণ
দুঃখ যে যার মত করে লেখে নানা ইতিহাস
বার বার তাই চাপা পড়ে নানা অর্জন উচ্ছাস
চলতে দেওয়া হবে না বীরহানীর ফিসফাঁস
জিয়া তুমি অগ্রগামী সমাজপতি বীর নেতা
স্বাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা।