আমি কবিতা!
চেনো কি মোর ছবিটা?
আমায় পড়ো যারা অল্প,
তাদের শোনায় এক গল্প!
এ কোনো গদ্য নয়,
সুর ও তালে ভরা এক লয়!
আমায় লালন করলো যারা,
তারা সবাই মনোহরা।।
ওয়ার্ডস ওয়ার্থ থেকে সুকান্ত,
সুকুমার – শেলি, জীবনানন্দ।।
রবি – শক্তি – সুভাষের ভাষা,
শঙ্খ বাঁধে স্বপ্নিল আশা।।
এখন আমি জয় – নীরেন্দ্রনাথে,
মধুসূদনের বুলি এই কোকনদে।।
কারোর কাছে আমি সহজলভ্য,
কারো কাছে দুর্বোধ্য।।
কখনও আমি কল্পনার ক্যানভাস,
না হয় যেন ভবিষ্যতের আভাস।।
কারোর কাছে রঙিন প্রেম,
কখনও বা ছবি বন্দী ফ্রেম।।
কেউবা ভাবে মনের আয়না,
তখন মেটায় শত বায়না।।
কখনও আমি “আবোল তাবোল”,
কখনও বা “তালগাছ”।।
কখনও আমি “হাটে”, “ফেরা”,
“ছেলের দল” কিংবা “সাম্যবাদী”।।
যৌবনে আমি “শেষের কবিতা”, মরনে “মৃত্যুঞ্জয়”!
কখনও আমি নিষিদ্ধ “লজ্জা”,
এবার নিলাম শেষশয্যা।।