প্রভাতের নব আলোয় পড়েছিলে তাজ
অসহায় ছিল সবকিছুরি ভাঁজ
দিবার আলোয় রাঙ্গিয়েছিলে সাজ
চলেছিলে দু’য়ের মাঝ
করোনি কিছুই বরদাজ
নিরন্তন নিরবধি...

জীবন সায়াহ্নে চলে এলো আজ
থাকবে পড়ে হাজারো কাজ
হারিয়ে সব লাজ
সাজবে নব সাজ
রচিবে মহাকাল।