সারাদিন এদিক ওদিক ছোটাছুটি
জানালার একপ্রান্ত হতে সারিবদ্ধ হয়ে অন্যপ্রান্তে
ছোটাছুটি আর ছোটাছুটি
শীতের খাবার যোগাতে চলে তাদের অভিযান
কোন একটা খাদ্য উপকরণ পেলেই হলো
সকলে মিলে অশেষ চেষ্টা আর চেষ্টা
অল্প অল্প করে নিতে নিতে এক সময় তাদের ঘরে
                    ছোটাছুটি আর ছোটাছুটি...

পিপীলিকার মহানন্দ!
আজ খাবার এসেছে তাদের ঘরে!
ছোট বুড়ো সবাই খুব উল্লাসিত
হাস্যেজ্বল চোখে তাদের
                      ছোটাছুটি আর ছোটাছুটি...

দো পেয় দানব তাদের আনন্দে
                       আনন্দিত হতে পারেনা
খেলার বসে তাদের চেষ্টাকে বিফল করে দেয়
তবুও তারা চেষ্টা চালায় অবিরাম
চেষ্টা চালায়, ছোটাছুটি করে, ডেকে আনে আরো অনেককে তারপর আবার
                       ছোটাছুটি আর ছোটাছুটি....

দানব যত পিছিয়ে দেয় তারা তত বেশি চেষ্টা চালায়
তাদের চেষ্টা বিফল করার জন্য হত্যা করা হয় তাদের
তবুও নিরলস পরিশ্রম এনে দেয় অবিরাম সাফল্য
বাঁচার জন্য তাদের আকুতি মিনতির শেষ নাই
তারা কাঁদে আর বলে-
                  মেরোনা! মেরোনা!!
মারলে তো হারিয়ে যাবো দুনিয়া থেকে!!
জিজ্ঞাসিত নয়নে তাদের আকুতি দানব কূলে
তোমরা আমাদের মারো কেন?
বিস্মিত কন্ঠে বলে,"আমরা তো কোন ক্ষতি করিনি!"
                   মেরোনা! মেরোনা!!
মারলে তো হারিয়ে যাবো দুনিয়া থেকে!!
আমাদের ক্ষমা কর জীবন ভিক্ষা দাও
এই মোদের আকুতি ও মিনতি তারপর আবার
                   ছোটাছুটি আর ছোটাছুটি...
ছুঁটতে ছুঁটতে একদিন শেষ হবে
                    ছোটাছুটি আর ছোটাছুটি...