বৃষ্টিঝরা রাতে আসিল স্মরণ
বন্ধু তুমি অনেক দূরে
আছো যে কেমন?
পারিনি আমি সারারাত ঘুমাতে
তোমারই কথা মনে পড়ে
বন্ধু তুমি অনেক দূরে
আছো যে কেমন?
বারে বারে শুধু তোমার স্মৃতি
উঁকি দেয় অবুঝ মন
বন্ধু তুমি অনেক দূরে
আছো যে কেমন?
বৃষ্টিঝরা রাতে আসিল স্মরণ
বন্ধু তুমি অনেক দূরে
আছো যে কেমন?