মেঘ আসিল গগনতলে
দিনমনিকে ঢেকে
বৃষ্টি বলে নামব ধরায়
বাধবি আমায় কে কে?

রাগ করেছি মান ভাঙাও
নইলে করব কান্না
মেঘবাড়িতে জাল ধরাইছি
করব খিচুড়ি রান্না।

গগন আধার করে নামব
ধরার বালুকণায়
ভিজবি যারা আয় ছুটে আয়
বাজা তোরা সানাই।