#১#
আমি নিরন্ত ছুটে চলি অলক্ষ্যে পানে
জানিনে মোর সাফল্য আছে কোনখানে
আমি ব্যর্থ আমি বলিনা সে কথা
আমায় নিয়ে কিছু মানুষ ভাবে অযথা।
#২#
প্রভাতের নব আলো তোমার চোখেমুখে
বিকশিত হয় যাহা রেখোনা তাহা লুকে
মস্তবড় আশা নিয়ে ভবের মধ্যে বাঁচা
ভেঙে ফেলো মুক্তমনে নেতিমূলক খাঁচা।
#৩#
স্বপ্নকে বড় কর আকাশের মতো
সিন্ধু তরঙ্গ সৃষ্টি কর মনের মাঝে
জীবন হবে সুন্দর গোলাপের মতো
ছড়াবে সুরভী আদিগন্ত সকাল সাঁঝে।
#৪#
গগনচুম্বী দালানে থেকে করিওনা বড়াই
বাঁচার জন্য কত্ত মানুষ করছে মেলা লড়াই।
#৫#
আশাহত জীবনে মোরা দেই ভাগ্যের দোষ
ক্ষীণ আশার মাঝে পাই সুপ্ত বাসনার খোঁজ।
যত পাই তত চাই নাই পাওয়ার কূল
না পেলে চাওয়া মতো ফুঁটে হতাশার ফুল।
#৬#
জীবন তুই বড় বেইমান
তোর পরতে পরতে আছে নব উত্থান।
জীবন তুই খুব বিশ্বাসঘাতক
অপেক্ষা করাস ভঙ্গি যেন পাখি চাতক।
জীবন তুই একটা নর পিশাচ
হৃদয়ক্ষত করে করে বেড়েছে তোর ধাচ।
#৭#
অদৃশ্য এক বাধন টেনে রাখে সারাক্ষণ
সুপ্ত বিকাশের অন্তরায় করে রক্তক্ষরণ
পদে পদে হয় ম্লান বলে তাকে পিছুটান
সাহস হারিয়ে যায় মন ভেঙে যায়
সামনে থাকে ভয়.......