কালি বিনা যায়না লেখা
কলম দিয়ে কী হবে?
নদীর স্রোত যায়না থামানো
সময় কী থেমে রবে!
মানুষ জাতি বিস্ময়কর
কখন যে কী করে!
নিজের ভুলেই সারাজীবন
আফসোস করে মরে।
মরে যাবার সুযোগ এলে
কে বা বেঁচে থাকে!
আল্লাহর সাথে দেখা হবে
হৃদয়ে আনন্দ জাগে।
মনে তাঁর স্মরণ রেখে
তাঁর কাছেই যেতে চাই
এক জীবনে এর চেয়ে
মহানন্দ আর কিছুই নাই।