ঐ আলোতে দূর হলো
অন্ধকারের ঐ কালি
ঐ আলোতে উঠল জেগে
প্রভাতের নব মালী।

আপন হাতে আপন মনে
সাজাই রংধনু
যতই আসে আসুক বাধা
ভয় পাবোনা কোনো।

সৎ কাজে সবাই মিলে
এগিয়ে যাবো মোরা
মোদের প্রবল সাহস দেখে
সাহস পাবে তারা।

মনের মাঝে সদা বাজে
সত্য কথার ঘণ্টা
ভুল পথে চলতে দেখলে
দুঃখ পায় মনটা।