শুন্য থেকে পূর্ণ হবে
আমাদের জীবন
আমরা চাই পৃথিবীটা
হোক আরো সুন্দর।
তোমার জন্য আঁকা
এই যে জীবন
হয়ে থাকুক অমর
সব ভুলে একসাথে
গড়ি সুন্দর সুন্দর পথ
আমরা চাই পৃথিবীটা
হোক আরো সুন্দর।
স্বপ্ন দেখি আজো মোরা
হবো অনেক বড়
নতুন করে নতুন ভাবে
পথ গড়ি চলো
আমরা চাই পৃথিবীটা
হোক আরো সুন্দর।