যদি বিজয়ের মঞ্চ থেকে তুমি সরে যাও
তবে তুমি নিরাশ হয়ো না
মনকে স্বান্তনা দিবে যে
তুমি সুন্দর কিছু পাবার সম্ভাবনায় সরে গেছ।
যদি পরাজয়ের গ্লানি বুকে নিয়ে এগিয়ে যাও
তবে তুমি পাবে ফলাফল
হৃদয়ের মাঝে ফুটে উঠবে রঙিন ফুল
কলুষিত হবেনা তোমার জীবন।
যদি তুমি কারো দ্বারা প্রতারিত হও
তবে তুমি চ্যালেঞ্জ গ্রহণ কর
প্রতিহত কর তাদের বিচার কার্যকে
দেখিয়ে দাও তোমার কারিশমা।
যদি তুমি সত্যিকারের যোদ্ধা হও
তবে তুমি থেমে থেকোনা
তোমার প্রস্ফুটিত পদ্ম পাপড়ি মেলে
এনে দিবে যথার্থ সাফল্য!
তাই মনে থাকা চাই কঠোর মনোবল
ত্যাগ করার মতো দুরন্ত সাহস
চোখ থেকে মুছে ফেল দুঃখের কান্না
হাসি রেখো ঠোঁটের কোণে
এবং লক্ষ্য রাখো অটুট
তুমি তোমাকে দেখাবে বিজয়েই!