নাগরিক যত সুবিধা পেতে
প্রয়োজন এটি আগে
বিপদে পড়লে এটি সংগ্রহে
পায়তারা খুব জাগে।
জমি কেনা, হিসাব খোলায়
এর কোন জুড়ি নাই
বেঁচে থাকলে এটার কষ্ট
পোহাতে হবে ভাই ।
অফিসে লাগে বিয়েতে লাগে
রাষ্ট্রের সবকাজে লাগে
জাতীয় পরিচয়পত্র না থাকিলে
মনে ভেজাল জাগে।
নাগরিক হওয়া জাতীয় কাজ
জানে দেশের জনগণ
তথ্য সংগ্রহে ছবি তোলা
সরকার গঠনে প্রয়োজন।
ভোটার হওয়ার জন্য রে ভাই
জাতীয় পরিচয়পত্র চাই
তা না হলে ভোট প্রদানের
কোন সুযোগ নাই।